Monday 28 March 2016

দাড়ি রাখা ওয়াজিব

বিসমিল্লাহির রাহিমানির রাহীম

সকল হামদ )সম্ভ্রমপূর্ণ প্রশংসা( আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করছি।
দাড়ি আল্লাহর একটি মহান ও বড় নি‘আমত। ইসলামের চিহ্ন বলে বিবেচিত। দাড়ি মানেই পুরুষত্ব, এটি পুরুষত্বের পরিচয়, মুসলিমের সৌন্দর্য। দাড়ি কেবল কিছুসংখ্যক চুল রাখা এমনটি নয়। এটি মহান আল্লাহর প্রকাশ্য নিদর্শনসমূহের অন্যতম নিদর্শন। এর দ্বারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। আল্লাহ তা‘আলা বলেন,
﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ٣٢ ﴾ [الحج: ٣٢]
“আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তার হৃদয়ের তাকওয়া হতে উদ্ভূত বা আল্লাহ সচেতনতার লক্ষণ।” [সূরা আল-হাজ, আয়াত: ৩২]

Monday 14 December 2015

"মুসলিম-২৪৪"

আবূ হুরাইরাহ (রাঃ) থেকেই বর্ণিত,
আল্লাহর রাসূল (সাঃ) বলেন, “মুসলিম বা
মু’মিন বান্দা যখন ওযূর উদ্দেশে তার মুখমণ্ডল
ধৌত করে, তখন পানির সাথে অথবা পানির
শেষ বিন্দুর সাথে প্রত্যেক সেই গোনাহ বের
হয়ে যায়, যা সে দুই চক্ষুর দৃষ্টির মাধ্যমে
করে ফেলেছিল। অতঃপর যখন সে তার হাত
দুটিকে ধৌত করে, তখন পানির সাথে অথবা
পানির শেষ বিন্দুর সাথে প্রত্যেক সেই
গোনাহ বের হয়ে যায়, যা সে উভয় হাত
দ্বারা ধারণ করার মাধ্যমে করে ফেলেছিল।
অতঃপর যখন সে তার পা দুটিকে ধৌত করে,
তখন পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর
সাথে প্রত্যেক সেই গোনাহ বের হয়ে যায়,
যা সে তার দু’পায়ের চলার মাধ্যমে করে
ফেলেছিল। শেষ অবধি সমস্ত গোনাহ থেকে
সে পবিত্র হয়ে বের হয়ে আসে।” (মুসলিম
২৪৪)

Friday 24 July 2015

ডেইল স্টেইন :-----

"আমার যখন কোন অনুপ্রেরণার দরকার হয়, আমি আমার ডান দিকে তাকায়। তখন দেখি হাশিম আমলা কুরআন পড়ছে।" ------ ডেইল স্টেইন। . এটি দুই লাইনের একটা টুইট হলেও কথাটার মাঝে বিশাল মর্মার্থ রয়েছে। . মুসলিম একজন খেলোয়াড়ের কার্যকলাপ দেখে একজন বিধর্মীর কুরআনের প্রতি যে শ্রদ্ধা জন্মেছে তা সত্যিই অকল্পনীয়। . হাশিম আমলা আর মঈন আলীরা এভাবে নিজ নিজ অবস্থান থেকে ইসলাম প্রচার করে যাচ্ছেন। . তারা শুধুমাত্র প্রফেশনাল ক্রিকেটারই নন, বরং তারা এক এক ধর্মপ্রচারক। আল্লাহ উনাদের কবুল করুন, আমীন।

৩ দিনের জন্য তাবলিগে গিয়েছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও চিত্র পরিচালক নায়ক অনন্ত জলিল।। সাথে ছিলেন মুফতি ওসামা।

৩ দিনের জন্য তাবলিগে গিয়েছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও চিত্র পরিচালক নায়ক অনন্ত জলিল।। সাথে ছিলেন মুফতি ওসামা। তারা গুলসান আজাদ মসজিদে ছিলেন। ফিরে এসে অনন্ত জলিল বলছেন তিনি আর কখনই অভিনয় করবেন না।। আল্লাহ তুমি তামিম ইকবাল ও অনন্ত জলিল সহ প্রিথিবির সকল মানুষ কে সঠিক বুঝ দান কর। পরিপূর্ণ হেদায়ত দাও । এই দাওয়াতে তাবলিগের মেহনতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দিনের সঠিক বুঝ পাইতেছে।

Friday 12 June 2015

সূরা আস-সাবা’, আয়াত : ৩৯

রিজিক বৃদ্ধির উপায়সমূহের মধ্যে কুরআন ও হাদীস রোমন্থিত কিছু আমলের কথা আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না। সে সম্পদ ফুরায়ও না। বরং তা বাড়ে বৈ কি। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, ‘বল, ‘নিশ্চয় আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিযক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিযকদাতা।’ {সূরা আস-সাবা’, আয়াত : ৩৯}

সূরা আন নিসা, আয়াত ১১৫

"যারা তাদের নিকট হিদায়াত পৌঁছার পরও রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের ব্যতীত অন্যদের পথের অনুসরণ করে এবং তারা যেভাবে পিছিয়ে রয়েছে আমিও তাদেরকে পিছিয়ে রাখব এবং জাহান্নামে পৌঁছিয়ে দেব। আর ইহা কতই না খারাপ প্রত্যাবর্তন স্থল।" [সূরা আন নিসা, আয়াত ১১৫]

মাজমু’ ফাতাওয়া, ১০/৮৫

“তাঁর (আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার) পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তিই সম্পূর্ণরূপে ন্যায়বিচার এবং তাঁর পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া (রাহমাত)।” — ইমাম ইবনে তাইমিয়া [মাজমু’ ফাতাওয়া, ১০/৮৫]